পারলিক ভয়েস : মিয়ানমারে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ না থাকা সত্ত্বেও ভারত মিয়ানমারে নতুন করে পাঁচ সদস্যের রোহিঙ্গা পরিবারকে ফেরত পাঠিয়েছে। দেশটির নেওয়া এমন প্রক্রিয়াকে দুখ জনক বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়, এর আগে ২০১২ সালে অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ করা সাত রোহিঙ্গাকে গত বছরের ৪ অক্টোবর মিয়ানমার ফেরত পাঠায় দেশটি। দ্বিতীয় দফায় ৩ জানুয়ারি পাঁচ সদস্যর একটি রোহিঙ্গা পরিবারবারকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। তারা আরো ২৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাবে।
ইউএনএইচসিআর বলছে, রোহিঙ্গারা স্বেচ্ছায় প্রত্যাবাসিত হতে চায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করার সুযোগ দিতে ভারত সরকারকে বার-বার অনুরোধ করেও দেশটির সাড়া পাওয়া যায়নি। প্রথম দফায় সাত রোহিঙ্গাকে ভারত থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর পর থেকেই ভারতীয় আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের ভিতর আতঙ্ক বিরাজ করছে।