
সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়নে সরকার পর্যাপ্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মাদ আবদুল্লাহ। উন্নয়ন প্রকল্প সমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি সাধন করতে পারবে। যা উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আর্দশ ছিল ধর্ম নিরপেক্ষতা। সকল ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সে আদর্শ প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প হল দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান প্রকল্প। ইতোমধ্যে এ প্রকল্পের অধীনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ৫০১ টি মসজিদ নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে। এগুলোর মধ্যে ৪৬২ টি মসজিদের নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়েছে।
২৮০ টি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ৬টি মসজিদের নির্মাণ কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প সমূহের মাধ্যমে প্রাক-প্রাথমিক ও নৈতিক শিক্ষা প্রদান করে উন্নত জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আই.এ/পাবলিক ভয়েস