গুজরাটের কচ্ছ এলাকার জলপথ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের প্রশিক্ষিত কম্যান্ডোরা। তারা পানির তলে হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য পেয়ে গুজরাট রাজ্যের সব বন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার। উপকূলরক্ষী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীসহ নিরাপত্তা সংস্থাগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কান্দলা, মুন্দ্রাসহ সব বন্দরেই জাহাজের ওপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
অস্বাভাবিক কিছু নজরে এলেই পুলিশ বা উপকূলরক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ বা (এসএসজি) কম্যান্ডো মোতায়েনের খবর আগেই দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেনা গোয়েন্দারা জানিয়েছিলেন, প্রায় ১শ’ এসএসজি কম্যান্ডোর গতিবিধি তাদের নজরে এসেছে।
[caption id="attachment_46770" align="alignnone" width="573"] সীমান্তে পাকিস্তানের শতাধিক কমাণ্ডো মোতায়েন[/caption]
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছিল। তার মধ্যেই নতুন এ তথ্য জানালেন গোয়েন্দারা। কর্মকর্তারা বলছেন, গুজরাটের বন্দর দিয়ে ভারতে ঢুকে পাক কম্যান্ডো বা জেহাদিরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাতে পারে কিংবা হামলাও চালাতে পারে। এ আশঙ্কা থেকেই বন্দরে বন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা।
ঠিক কোন জায়গা দিয়ে কম্যান্ডোরা ঢুকতে পারে তাও নির্দিষ্ট করে জানা গেছে গোয়েন্দা তথ্যে। বলা হচ্ছে, স্যর ক্রিক খাড়ি বা নদীবহুল এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চলতে পারে। গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বেড়েছে।
আই.এ/পাবলিক ভয়েস