বিশ্বব্যাপী নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলমানদের পক্ষে জোড়ালো প্রতিবাদ গড়ে তুলতে বিশ্ব মুসলিম নেতৃত্বের প্রতি আহবাস জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,
ভারত সরকার যখন পুরো ভারতজুড়ে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে এবং কাশ্মীরকে মৃত্যুপুরি পরিণত করেছে, সে মুহুর্তে আরব দেশগুলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত একজন খুনি ও অভিশপ্তকে সম্মাননা প্রদান করে বিশ্বমুসলিম উম্মাহকে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।
এর পূর্বেও দখলদার ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইলে যখন মুসলমানের রক্তে তাদের হাত রঞ্জিত, তখন সৌদী সরকার ইসরাইলকে শত শত কোটি টাকা দিয়ে মুসলমান হত্যায় সহযোগিতা করেছে। আরব দেশগুলোর এহেন কর্মকান্ড মুসলমানদের ভাবিয়ে তুলেছে। অথচ আরবদেশগুলো মুসলমানদের পক্ষে সোচ্চার হলে মানবতার দুমশনরা এক মহুর্ত টিকতে পারতো না বলে দাবি করেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দল ও পেশার মানষ সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব হারুন অর রশিদ, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।
মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, কাশ্মীর ইস্যু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার পর তা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। এটা এখন আন্তর্জাতিক ইস্যু। ভারত সরকার কর্তৃক কাশ্মীরকে মৃত্যুপুরিতে পরিণত করা হয়েছে। আজ কাশ্মীরের মসজিদগুলো তালাবদ্ধ, গোটা কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে, মানুষদের বন্দি করে রাখা হয়েছে।