
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট অধিবেশন মুলতবি রাখার আবেদন মঞ্জুর করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেপ্টেম্বরের শুরুতেই মুলতবি হবে পার্লামেন্ট। তবে তা ৯ সেপ্টেম্বরের আগে করা যাবে না এবং ১২ সেপ্টেম্বরের পরেও করা যাবে না। পরবর্তীতে নতুন পার্লামেন্ট অধিবেশন শুরুর সময় রানির উদ্বোধনী ভাষণটি হবে ১৪ অক্টোবরে।
বিবিসি জানায়, গ্রীষ্মকালীন বিরতির পর সেপ্টেম্বরে পার্লামেন্টের অধিবেশন শুরুর কয়েকদিন পরই তা মুলতবি করে দিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে রানির কাছে আবেদন করা হয়েছিল। ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছিল, এর মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী ও সরকার যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) পরবর্তী সময় নিয়ে পরিকল্পনা করার সুযোগ পাবে।
জনসন বলেন, অধিবেশন মুলতবির সময় শেষ হওয়ার পর আগামী ১৪ অক্টোবর নতুন অধিবেশন শুরুর প্রথম দিন রানি পার্লামেন্টে ভাষণ দেবেন। রানির ভাষণে ব্রেক্সিট নিয়ে তার ‘খুবই রোমাঞ্চকর পরিকল্পনা’ তিনি বলেন, “যদিও আগে থেকে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। চোখবন্ধ করেই বলা যায়, ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে এমপি’দের আলোচনা আটকাতেই অধিবেশন মুলতবি করা হয়েছে।’
আই.এ/পাবলিক ভয়েস