
নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৮ সেপ্টেম্বর বেলা ১১.০০টা থেকে শুরু হবে। এ প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। আবেদন ফি ১ অক্টোবর রাত ১১.৫৯মি. পর্যন্ত জমা দেয়া যাবে।
আজ ২৮ আগস্ট (বুধবার) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. শিরীণ আখতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সভায় সম্মানিত সদস্যবৃন্দের আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতি ইউনিট/উপ-ইউনিটে আবেদন ফি ৪৭৫/- (চারশত পঁচাত্তর) টাকা ও আবেদন প্রসেসিং ফি (অনলাইন, Payment ও SMS Gateway, API ব্যবহার ইত্যাদি বাবদ সার্ভিস চার্জ) ৭৫/- (পঁচাত্তর) টাকাসহ সর্বমোট ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এছাড়া সভায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। B ইউনিট ২৭ অক্টোবর ২০১৯, D ইউনিট ২৮ অক্টোবর ২০১৯, A ইউনিট ২৯ অক্টোবর ২০১৯, C ইউনিট ৩০ অক্টোবর ২০১৯, B1 উপ-ইউনিট এবং D1 উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর ২০১৯ অনুষ্ঠিত হবে।
সভায় চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, ওয়ার্ডেন, রেজিস্ট্রার, প্রক্টর এবং একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্বাচিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ, আইসিটি সেলের পরিচালক এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটির সচিব সভা পরিচালনা করেন।