
ইবি প্রতিনিধি: ‘প্রত্যেকটি মানুষই ফিল্ড ওয়ারর্কার। স্থান, কাল, পাত্র, বিচার, বিশ্লেষণ করে একক ভাবে বা যৌথভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয়। যে জায়গায় ফিল্ড ওয়ার্ক করতে হবে সেখানকার মানুষের সংস্কৃতি, ঐতিহ্য, সেন্টিমেন্ট এসব কিছু বুঝেই মানুষের সাথে মিশে গিয়ে যে বিষয়ে ফিল্ড ওয়ার্ক সেই বিষয়টির প্রতি বিশেষ মনোযোগ দিয়ে ফিল্ড ওয়ার্ক করা বাঞ্চনীয়’।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের আয়োজনে ‘ফিল্ড ওয়ার্ক ইন সোস্যাল ওয়ার্ক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: শাহীনুর রহমান এসব কথা বলেন।
আজ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়ার্ক বিভাগের প্রফেসর অশোক কুমার সরকার এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইন্দ্রনীল সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইবি ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান।