
এবার সীমান্তে ১০০ জনেরও বেশি কমাণ্ডো মোতায়েন করল পাকিস্তান। পাকিস্তানের এই পদক্ষেপের পরেই সতর্ক হয়ে গিয়েছে ভারত৷ এতে ‘খাওয়া ঘুম’ বাদ দিয়ে সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে তারা। খবর ভারতীয় গণমাধ্যমের।
ভারতীয় গণমাধ্যম কলকাতা নিউজের খবরে দাবি করা হয়েছে, মূলত সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামগুলিতে হামলা চালানো হচ্ছে। ভারত পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় গণমাধ্যমটি।
ভারতীয় গোয়েন্দা সংস্থার সূত্রগুলি জানাচ্ছে, পাকিস্তানের সীমানায় স্যার ক্রিক এলাকায় পাকিস্তান ঘাঁটি গেড়েছে৷ পত্রিকাটি আরও জানায়, ভারতীয় সেনারা পাক সেনা এবং আইএসআইয়ের সমস্ত কার্যকলাপের গতিবিধির ওপর নজর রাখছে।
সংস্থাটি আরও দাবি করেছে, সম্প্রতি গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছে, জইশ-ই মুহম্মদের সাহায্যে ১২ জন আফগান জিহাদি লেপা উপত্যকায় ঘাঁটি তৈরি করেছে৷ এরা পাকিস্তানের ব্যাট (BAT)কে হামলা চালাতে সাহায্য করছে৷
৩৭০ ধারা বাতিলের পর অধিকৃত কাশ্মীরে এখনও কারফিউ অব্যাহত রয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট পরিষেবা এবং টিভি সম্প্রচার স্থগিত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাটি পুরোদমে চলছে এবং মিডিয়াটির কঠোর বিধিনিষেধ রয়েছে এবং পেশা প্রশাসন টেলিফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্থগিতকরণ, অবিরাম কারফিউ এবং মারাত্মক বিধিনিষেধের ফলে দুধ, জীবন রক্ষাকারী ওষুধ এবং শিশুদের জন্য অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলির ঘাটতি দেখা দিয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস