
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উত্তর দালালপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে পারুল বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি অগ্নিদগ্ধ হন। পরে রাত ৮টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বোরহানউদ্দিন উপজেলার উত্তর দালারপুর গ্রামের বাসিন্দা পারুল। তার স্বামী ইকবাল হোসেন দেড় বছর আগে হেপাটাইটিস-বি ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনি নিজেও এ রোগে আক্রান্ত ছিলেন। স্বামীর মৃত্যুর পর এক ছেলেকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ছেলেও মায়ের কথা শুনতো না। এক পর্যায়ে কিছুটা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন পারুল।
গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়না তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
জিআরএস/পাবলিক ভয়েস