
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেঘনা উপজেলা শাখার সভাপতি ডাক্তার আনোয়ার হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেঘনা উপজেলা ওলামা পরিষদের সাধারন সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, মরহুম ডাক্তার আনোয়ার হোসেন ছিলেন ইসলামী আন্দোলনের একজন নির্লোভ, নির্ভিক কর্মী ও আপোষহীন বীর মুজাহিদ। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় তাঁর অপরিসীম ত্যাগ ও কুরবানী আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন দীর দাঈ ও মোখলেছ কর্মীকে হারালো।
তিনি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তা‘আলার দরবারে তার রূহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, ডাক্তার আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- মেঘনা উপজেলা শাখার সভাপতি ছিলেন। গতকাল সোমবার বিকালে সড়ক দূর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
/এসএস