
লক্ষ্মীপুরের রায়পুরে খেলার সময় ডোবায় পড়ে সুমাইয়া আক্তার (৭) ও মিম আক্তার (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে রায়পুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের হালিমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মিম ময়মনসিংহ জেলার বাসিন্দা মিজানের মেয়ে। সে রায়পুরের হালিমা মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। আর সুমাইয়া আক্তার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বাসিন্দা নজরুলের মেয়ে। সেও ওই মাদরাসার ২য় শ্রেণির ছাত্রী। মিম ও সুমাইয়ার পরিবার মাদরাসা সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকে।
স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার জানান, হাসপাতাল থেকে দুই শিশুকে মৃত ঘোষণার পর স্বজনেরা তাদের মরদেহ বাড়ি নিয়ে গেছেন।
রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রাথমিক তদন্তেও পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাই আর ময়না তদন্ত করা হয়নি।
জিআরএস/পাবলিক ভয়েস