
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসপিজি প্রত্যাহার হলে তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশেষায়িত বাহিনী সিআরপিএফের টিম। সোমবার ২৬ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা বিষয়ক নিয়মিত বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক নিয়মিত বৈঠকে দেশটির সাবেক প্রধানমন্ত্রীদের ওপর থাকা হুমকি ও বিভিন্ন দিক বিবেচনায় কাকে কতটুকু নিরাপত্তা দেওয়া হবে তা ঠিক করা হয়। ওই বৈঠকেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনমোহন সিংয়ের নিরাপত্তায় থাকা এসপিজি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসপিজি প্রত্যাহার হলে তার নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিশেষায়িত বাহিনী সিআরপিএফের টিম। ফলে বর্তমানে ভারতের চার নেতার নিরাপত্তায় নিয়োজিত থাকবে এসপিজি। তারা হলেন- দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধী ভদ্র।
এ ব্যাপারে ২০০৪ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা মনমোহন সিংয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মনমোহন সিং তার নিরাপত্তার ব্যাপারে চিন্তিত নয়। ফলে সরকার যে সিদ্ধান্ত নেবে, তাই তিনি মেনে নেবেন। তবে শুধু মনমোহন সিং-ই নয়, এর আগে দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়া ও ভিপি সিংয়ের নিরাপত্তায় থাকা এসপিজি-ও প্রত্যাহার করা হয়েছিল। একই কাজ করা হয়েছিল ভারতের আরেক সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গেও।
২০১৮ সালে মারা যান অটল বিহারী বাজপেয়ী। তার নিরাপত্তা ব্যবস্থা থেকে এসপিজি প্রত্যাহারের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে তেমন একটা জনসম্মুখে দেখা যায়নি। এসপিজি-তে প্রায় ৩ হাজার নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন। বর্তমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকে এসপিজি।
আই.এ/পাবলিক ভয়েস