
আরবদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ ছড়ানোর দায়ে ইসরাইলের ডানপন্থী রাজনৈতিক দল জিউস পাওয়ারের দুই রাজনীতিবিদকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির আদালত৷ বেনি গোপস্টাইন ও বারুখ মার্জেল এর বিরুদ্ধে আদালতে আরবদের নিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনে দেশটির বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল৷ বেনি গোপস্টাইন দেশটির লেভা নামের একটি সংস্থার প্রধান৷ খবর ডয়চে ভেলে’র।
এ সংস্থাটি ইহুদিদের সঙ্গে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে ও ইসরাইলে ফিলিস্তিনি এবং আরবদের অবস্থানসহ নানা ইস্যু নিয়ে আন্দোলন করে থাকে৷ আর বারুখ মার্জেল দেশটির কট্টরপন্থী রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের ডানহাত হিসেবে পরিচিত৷ আগামী ১৭ সেপ্টেম্বর দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ আদালতের এ রায়ের ফলে এ দুই রাজনীতিবিদ এ নির্বাচনে অংশ নিতে পারছেন না৷
উল্লেখ্য, জিউস পাওয়ার হলো ইসরাইলের একটি কট্টর ডানপন্থী রাজনৈতিক সংগঠন, যেটি আরব-বিরোধী ও উগ্র জাতীয়তাবাদ ধারায় বিশ্বাস করে৷ দলটির অন্যান্য রাজনৈতিক দাবির মধ্যে রয়েছে পশ্চিমতীরকে ইসরাইলের সঙ্গে যুক্ত করা, ইসরাইলে বসবাসরত আরবদের পাশ্ববর্তী দেশে স্থানান্তর, এবং ইসরাইলে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় আইন চালু করা৷
কট্টরপন্থী রাজনীতিবিদ রাব্বি মেইর কাহারনের দল কাখ পার্টি থেকেই জিউস পাওয়ার নামের এ দলটির জন্ম হয়৷ এপ্রিলে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল৷ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু পুননির্বাচিত হলেও দেশটির সংসদের সংবিধানিক ধারা মেনে নেতানিয়াহু সরকার গঠন করতে ব্যর্থ হন৷ ফলে আগামী ১৭ সেপ্টেম্বর পুননির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷
উল্লেখ্য, এর আগে ২৪ ঘণ্টারও কম সময়ে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে হামলা চালায় ইসরাইল। শনিবার মধ্যরাত থেকে রবিবার পর্যন্ত সিরিয়া, লেবানন ও ইরাকে হামলা চালিয়েছে দখলদার দেশটি। শনিবার মধ্যরাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের সমন্বিত হামলা চালায় এদিকে প্রায় একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের ওপর আত্মঘাতী ড্রোন হামলা চালায় ইসরাইল। ড্রোন হামলার ঘটনায় ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ ইসরাইলের এই আগ্রাসন মেনে নেবে না। ইসরাইলি ড্রোন ভূপাতিত করবে তারা।
এ ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এসব আগ্রাসন চালানোর জন্য তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আই.এ/পাবলিক ভয়েস