
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে ইসরাইলের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এ হুমকি দিয়েছেন তিনি। সাইয়্যেদ নাসরুল্লাহ রোববার রাতে আল-মানার টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে হিজবুল্লাহ।
প্রতিরোধ আন্দোলনের মহাসচিব বলেন, ইসরাইলের ড্রোন হামলার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবে হিজবুল্লাহ।রোববার সকালে হিজবুল্লাহ দক্ষিণ বৈরুতে দু’টি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার খবর দেয়। পরে সংগঠনটি জানায়, একটি ড্রোন হিজবুল্লাহর মিডিয়া সেন্টারে আত্মঘাতী হামলা চালিয়েছে। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, “আমি ইসরাইলের সকল অধিবাসীকে বলতে চাই, তোমাদের স্বাভাবিক জীবনযাপনের দিন শেষ; আর নিরাপদে ঘুমাতে পারবে না।
হিজবুল্লাহ যে এ ধরনের আগ্রাসন আর সহ্য করবে না সে সম্পর্কে যেন এক সেকেন্ডের জন্যও তোমাদের মনে কোনো সংশয় না থাকে।”হিজবুল্লাহ মহাসচিব তার ভাষণের অন্য অংশে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে তার সংগঠনের অবস্থানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা খবর নিশ্চিত করে বলেন, ওই হামলায় দুই হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। তবে ইসরাইল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অবস্থানে হামলা চালাতে পারেনি বলে তিনি জানান।
আই.এ/পাবলিক ভয়েস