
খাগড়াছড়ির দিঘীনালায় ইউপিডিএফ- এর আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর’র সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত রোববার রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নাসিম (১৯) নামে এক সেনা সদস্য নিহত হয়। রাঙামাটি রিজিয়নের রাজস্থলি আমি ক্যাম্প থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুয়াইতুমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পর থেকে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আইএসপিআর থেকে সেনাবাহিনীর অভিযান চলছে বলে জানানো হয়। এরপর থেকে পার্বত্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে সেনাবাহিনী সতর্ক অবস্থান নেয়।
সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকে এ ঘটনায় শান্তি চুক্তি লঙ্ঘনের দায়ে সন্তু লারমাকে আটকেরও দাবি তোলে।
/এসএস