
কাশ্মীরের সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহর মুক্তির শর্তে সেখানে স্থিতিশীলতা ফেরাতে তাদের সহযোগীতা চেয়েছে ভারত। এ লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রণালয় তাদের যোগাযোগও করেছে করেছে বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত দুই দিনে কয়েকজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
সূত্র জানায়, বর্তমানে বন্দি থাকা মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহকে মুক্তি দেয়ার পর তারা যেনো কাশ্মিরের স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করেন, তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে। তবে কর্মকর্তারা এই বৈঠকের কথা অস্বীকার করেছেন। এদিকে, ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স এমন খবর উড়িয়ে দিয়ে বলেছে, এই খবরের কোনো ভিত্তি নেই।
এ ব্যাপারে কাশ্মিরের পিপল ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সূত্র জানায়, কারাগারে এই দুই নেতার সঙ্গে কয়েকজন সরকারি কর্মকর্তা দেখা করেছেন। যদি তারা ছাড়া পান, তবে জম্মু ও কাশ্মিরে স্বাভাবিকতা ফেরাতে তাদের সহায়তা চাওয়া হয়েছে।
এদিকে পিডিপি’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কাশ্মিরের স্বায়ত্তশাসনের বাতিলের মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা থেকে তারা একটুও সরে আসবেন না।
ভারতীয় সংবিধানের ৩৭০ বাতিলের ঘোষণা সামনে রেখে গত ৫ আগস্ট ওমর ও মেহবুবাকে গ্রেফতার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরপর থেকে তারা বন্দি রয়েছেন।
/এসএস