
‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এই প্রতিপদ্যকে সামনে রেখে সিলেটের একঝাঁক মানবতাপ্রেমীদের নিয়ে গড়ে ওঠা সেবামূলক সংগঠন ‘খিদমাহ ব্লাড ব্যাংক’র ৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকালে সিলেট মারকাযুল হিদায়া মিলনায়তনে খিদমাহ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুর রহমান কফিল’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খিদমাহ’র উপদেষ্টা ও মারকাযুল হিদায়া সিলেট’র স্বনামধন্য নির্বাহী পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
আলোচনা পেশ করেন জামেয়া দরগাহ সিলেটের প্রধান মুফতি ও সহযোগী পরিচালক মুফতি আবুল খায়ের বিথঙ্গলী। তিনি খিদমাহ’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং রক্তদানের প্রতি সকলকে উৎসাহিত করেন।
আলোচনা সভার শুরুতে সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করেন খিদমাহ’র জয়েন্ট সেক্রেটারি আবু বকর সিদ্দীক। প্রতিবেদনে ৩ বছরের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, আমরা ৩ বছরে প্রায় ৭০০ মানুষকে রক্তদান করেছি। ৪০ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় ৮ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি।
প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিল তার সমাপনী বক্তব্যে বলেন, আমাদের কার্যক্রম বর্তমানে ব্লাড ডোনেশন। ব্লাড ব্যাংক আমরা এখনো করতে পারিনি। সকলের ভালোবাসায় আমরা খুব কম সময়েই খিদমাহ ব্লাড ব্যাংককে বাস্তবিক অর্থেই ব্লাড ব্যাংকে রূপ দিতে পারবো, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হবিগঞ্জ জেলার উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, খিদমাহ'র কেন্দ্রীয় জাহাঙ্গীর রায়হান, কোম্পানীগঞ্জ শাখা পরিচালক আলাউদ্দীন সারওয়ার, সদস্য মুফতি মুহিব্বুর রহমান নাদীম, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আলীম উদ্দীন, হিফজুর রাহমান, কবি মুয়াজ বিন এনাম প্রমুখ।
বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ শনিবার রক্তদান কর্মসূচিও পালিত হয়েছে। একসাথে ১৬ জন রক্তদান করেন। উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৩ আগস্ট খিদমাহ ব্লাড ব্যাংক'র যাত্রা শুরু হয়।
/এসএস