পাবলিক ভয়েস : গত ১০বছরের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি প্রবাসী লাশ হয়ে দেশে ফিরেছেন এরমধ্যে সবচেয়ে বেশি এসেছে মধ্যপ্রাচ্য থেকে।
২০১৮ সালের নভেম্বর পর্যন্ত সৌদি আরব থেকে ১০০৮টি, কুয়েত থেকে ২০১টি, সংযুক্ত আরব আমিরাত থেকে ২২৮টি, বাহরাইন থেকে ৮৭টি, ওমান থেকে ২৭৬টি, জর্ডান থেকে ২৬টি, কাতার থেকে ১১০টি, লেবানন থেকে ৪০টিসহ মোট ৩০৫৭ টি লাশ দেশে ফিরেছে।
এছাড়া মালয়েশিয়া থেকে এসেছে ৬৭২ জনের লাশ।
মৃত ব্যক্তিদের পরিবারকে লাশ দাফনের জন্য বিমানবন্দরে ৩৫ হাজার এবং পরে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেয় ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড।