
আ.লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার মাইনরিটি-বান্ধব সরকার। দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা দেশেরও শত্রু। আজ শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর পলাশীর মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আমাদের সরকারের সময়ই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে এমন কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবরে আমাদের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সফরে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আরও একধাপ উন্নয়ন হবে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার মাইনরিটি-বান্ধব সরকার। শেখ হাসিনার সরকার যতদিন আছে, আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যখনই শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে, তখন আপনারা শান্তিতে ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারেন এবং আপনারা নিরাপদ হন।
ওবায়দুল কাদের আরও বলেন, আপনাদের শত্রু বাংলাদেশের শত্রু। তারা সাম্প্রদায়িক অপশক্তি। এ সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উৎপাটনের জন্য কৃষ্ণের জন্মদিনে আপনাদের কাছে আমার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আপনারা শক্তিশালী করুন। আসুন, ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা প্রতিহত করি।
শ্রীকৃষ্ণের জন্মদিনে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।
জিআরএস/পাবলিক ভয়েস