পাবলিক ভয়েস : আমেরিকান হুজুরের অভিনব মীলাদ ও মোনাজাত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একটি দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে একজন হুজুরকে সূরে সূরে বলতে শোনা যায় 'উড়ে যাও না এই আওয়ামী লীগের হাওয়া' 'উড়ে যাও সোনার মদিনা'। জানা যায় ঐ হুজুরের নাম মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী (তালুকদার)।
এভাবে দোয়ার নামে উদ্ভট মীলাদের চরম সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। একজন লিখেছেন, প্রচলিত মীলাদ এমনিতেই বিদআত ও শরিয়তে ঘৃণ্য একটি বিষয়, সেখানে মনগড়া এবং আওয়ামী লীগের মিটিংয়ের হাওয়া মদিনায় পৌঁছে দেওয়ার মতো ধৃষ্টতা দেখানো সম্পূর্ণ ইসলামের অবমাননা সমান।
অনলাইনে উক্ত মীলাদের সমালোচনা শেষ হতে না হতেই আরেকটা ভিডিও ভাইরাল হয় ঐ হুজুরের। এই ভিডিওটিও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেই দোয়া অনুষ্ঠানেরই। ভিডিওটিতে দেখা যায়, এবার ঐ হুজুর দোয়া ও মোনাজাত এ বলেন, আল্লাহ আপনার কুদরতী পায়ে ধরে বলি আশরাফ সাহেবকে বঙ্গবন্ধুর সাথে দেখা করাইয়েন! এ সময় তিনি টেবিলে হাত রেখে আল্লাহ'র পা ধরার প্রতিকী দৃশ্যও চিত্রায়ণ করেন!
এ ধরণের ধৃষ্টতামূলক বানোয়াটি দোয়ার নিন্দা জানায় অনেকেই।