
যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু সাদ (৫) ও আল আমিন (সাড়ে ৫ বছর) মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। আজ বুধবার দুপুরে বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদ ওই গ্রামের জামাল উদ্দিনের ও আলামিন সৈয়দ আলীর ছেলে।
জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে শিশু দুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির কাছে একটি পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আল আমিনের চাচাতো ভাই তুহিন আলম জানান, আল আমিন স্থানীয় একটি মাদ্রাসায় মক্তব শ্রেণিতে পড়ে। মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরের কাছে সে সাদের সঙ্গে খেলা করছিল। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখা যায়।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কৌশিক আশরাফ বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় পেয়েছি। দ্রুত ইসিজি করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
বাঘারপাড়া থানার ওসি জসীম উদ্দিন জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়া লাশ নেয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস