
চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী শালা-দুলাভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পটিয়ার আমজুরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়ার কাগজি পাড়ার জহির আহমেদের ছেলে রফিকুল ইসলাম আরজু (২৫) ও সুচক্রদণ্ডীর মৃত আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (৪২)। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।
নিহত রফিকুল ইসলাম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তারা চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে পটিয়ায় বাড়িতে আসছিলেন।
পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি নিহত হওয়া দুই মোটরসাইকেল আরোহীকে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস