
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মো. কামরুল ইসলাম মন্ডল (৩৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় তারা।
গতকাল রোববার (১৮ আগষ্ট) রাত পৌনে ১২টার দিকে ভালুকা পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ফাজিল মাদরাসা নামক স্থানে আলিয়া মাদরাসার রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধ করে ওই ব্যবসায়ী চার পাঁচটি মোবাইল সেট ও নগদ অর্থ আনুমানিক এক লক্ষ টাকা নিয়ে তার বাইসাইকেলে করে বাড়ি যাচ্ছিল। এ সময় কিছু লোক তাঁর সঙ্গে যাচ্ছিল, বাড়ির কাছাকাছি এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তারা টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্মরত ডাক্তার তাকে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস