পাবলিক ভয়েছ : কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বিপুল হোসেন(৩৫) নামে একজন নসিমনচালক নিহত হয়েছেন। শনিবার (৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে সদর উপজেলার ভাদালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের হানিফ মণ্ডলের ছেলে। ওসি নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় নসিমনচালক গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন । খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এস এম সবুজ