
ইরানের সংসদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন,ইহুদিবাদী ইসরাইল হরমুজ প্রণালীতে এলে ক্ষোভের আগুনে নিঃশেষ হয়ে যাবে। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। আব্দুল্লাহিয়ান আরো বলেছেন, হরমুজ প্রণালীতে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতির কারণে গোটা অঞ্চলে ক্ষোভের আগুন জ্বলে উঠবে এবং সে আগুনের ধোয়া উড়বে তেল আবিব থেকে। খবর পার্সটুডে’র।
হরমুজ প্রণালীতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট গঠিত হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তিনি সতর্ক করে দেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের ভূমিকাই যে সবচেয়ে বেশি তা আবারও স্মরণ করিয়ে দেন আমির আব্দুল্লাহিয়ান।
সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ পররাষ্ট্রমন্ত্রী ইসরাইয়েল কাটয বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক জোটে ইসরাইলও অংশ নেবে। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পর থেকে ইরান এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ প্রসঙ্গে বলেছেন, পারস্য উপসাগরে ইসরাইলের উপস্থিতি ইরানের জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে এবং ইসরাইলি হুমকি মোকাবেলার অধিকার ইরানের রয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস