
যশোর প্রতিনিধি: চিকিৎসক সংগঠন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় যশোরে সংবর্ধিত হয়েছেন ঢাকা ডেন্টাল কলেজ এর লেকচারার ও ডেন্টাল সার্জনস ফোরাম যশোর জেলার সাধারণ সম্পাদক ডা. আবদুল্লাহ-আল-মামুন।
ডেন্টাল সার্জনস ফোরাম’র পক্ষ থেকে শুক্রবার রাতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জনস ফোরাম যশোরের সভাপতি ডা. ইয়াকুব আলী মোল্যা, সহ সাধারন সম্পাদক ডা. বিধান, অফিস সম্পাদক রিপন, কোষাধ্যক্ষ ডা.আরাফাত, ডা.রিমু প্রমুখ।
ডা.আব্দুল্লাহ আল মামুন বিশেষ প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আপনাদের সহযোগিতায় যেন এই পদের যথাযথ মূল্যায়ন করতে পারি।
/এসএস