
ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনায় উদ্ভূত সংকটে ওই অঞ্চলের শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। বৃহস্পতিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ উদ্বেগ জানান।
পোস্টে মালালা বলেন, আমার শৈশবকালেও কাশ্মীরের মানুষ সঙ্কটে ছিল। আমার বাবা-মা শিশু ছিলেন, দাদা-দাদী তরুণ ছিলেন, তখন থেকে তারা একই অবস্থায় বাস করছে। তিনি বলেন, আজ আমি কাশ্মীরি শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যেকোনো সহিংসতায় তারাই সবচেয়ে বেশি অরক্ষিত ও ক্ষতির শিকার। এসময় জম্মু-কাশ্মীর অঞ্চলে শান্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের প্রতি অনুরোধ জানান সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা। মাত্র ২২ বছরে বয়সে নারীশিক্ষা ও মানবাধিকার বিষয়ে অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
এদিকে কাশ্মীর ইস্যূতে ভারতকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার জেরে নিজ দেশের আকাশসীমা আংশিক বন্ধ করে দিয়েছেন তিনি। জানা গেছে, আকাশপথ বন্ধ রাখার এই সিদ্ধান্ত ৫ সেপ্টেম্বর পর্যন্ত। পুলওয়ামার পর পাকিস্তান পুরোপুরি তাদের আকাশপথ বন্ধ করে দেয়। গত ১৫ জুলাই পাকিস্তানের অসামরিক বিমানমন্ত্রক নির্দেশিকা দিয়ে জানায়, সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হচ্ছে পাকিস্তানের আকাশপথ। কিন্তু ভারতের দুর্ভাগ্য সেটা আবার বন্ধ করে দেওয়া হল। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার মোদি। বিরাজ করছে ভারত-পাকিস্তানের ভেতর উত্তেজনাকর পরিস্থিতি। এমন সময় ভারতকে রাষ্ট্রসঙ্ঘে টেনে নিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন ইমরান খান।
আইএ/পাবলিক ভয়েস