
ঘর ছাড়া কাশ্মীরি বাসিন্দারা শীঘ্রই ঘরে ফিরবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ইঙ্গিত দিয়েছেন৷ বৃহস্পতিবার মোদি বলেন, যারা ঘরে ফিরতে চান তাদের ঘরে ফেরানোর দায়িত্ব আমার৷ জম্মু-কাশ্মীর লাদাখ দেশের সঙ্গেই যুক্ত৷ ৩৭০ ধারা এবং ৩৫A নিষ্ক্রিয়করণ নিয়ে সারা বিশ্বে ঝড় উঠে গিয়েছে৷ জম্মু ও কাশ্মীর বিশেষ অধিকার হারিয়েছে, রাজ্যের মর্যাদা হরিয়েছে বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর৷ লাদাখও কেন্দ্র শাসিত অঞ্চল৷ তোপের মুখে বক্তব্য পাল্টালেন মোদি। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভবিষ্যতে পূর্ণ রাজ্যও হতে পারে৷
প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কাশ্মীরী জনগণ হত্যা সংক্রান্ত মামলাগুলি নিযে স্বরাষ্ট্রমন্ত্রক তেমন ভাবে এগোতেই পারেনি এতদিন৷ মন্ত্রকের আওতায় জম্মু-কাশ্মীর দফতরের কাছে এই বিষয়ে তেমন কোনও তথ্যের খোঁজ পায়নি সংবাদমাধ্যম৷ উপত্যকা থেকে কত পরিবার পালিয়ে আসতে হয়েছে, তেমন কেনও তথ্যও পাওয়া যায়নি৷ কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে উঠে আসা তথ্যে বোঝা যায় তার সংখ্যা অনেক। জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের জম্মু ও কাশ্মীর দফতর জম্মু ও কাশ্মীর সরকারের কাছে ওই তথ্য সন্ধান করার পরামর্শ দিয়েছে৷ যা শুনে একসময় অনেকেই হেসেছেন৷
আই.এ/পাবলিক ভয়েস