কাশ্মীরের স্বাধীনতা চেয়ে হৃদয়াগ্রহী জাগরণী সংগীত গেয়েছেন ইসলামী আলোচক ও পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ। ‘জাগো কাশ্মীর তুমি জাগো’ শিরোনামে সঙ্গীতটি মুফতী হাবিবুর রহমান মিছবাহর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল youtube.com/c/MisbahOfficial-এ রিলিজ করা হয়েছে আজ।
একাত্ত্ব স্টুডিওতে রেকর্ডকৃত সঙ্গীতটির লিরিক ও সূর করেছেন গায়ক নিজেই। সহযোগিতায় ছিলেন একাত্ত্ব স্টুডিওর সিইও জয়নাল আবেদীন একাত্ব।
সঙ্গীতটি সম্পর্কে মুফতী মিছবাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কাশ্মীরের আজাদীর স্বপ্ন আমরা সকলেই দেখি। বাংলাদেশ ১৯৭১ সালে যেভাবে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে তেমনিভাবে কাশ্মীরও একদিন তার স্বাধীকার ও স্বাধীনতা ফিরে পাবে বলে আমরা আশা করছি।
মজলুম কাশ্মীরিদের প্রতি ভালোবাসা থেকেই আমি সঙ্গীতটি গেয়েছি। আশা করি শ্রোতারা সঙ্গীতটি পছন্দ করবেন। তবে আমি কেবল শ্রোতা প্রিয়তার জন্য নয় বরং কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে জনমত তৈরির আশা থেকেই সঙ্গীতটি গেয়েছি। যাতে করে কাশ্মীরের স্বাধীনতার বিষয়ে তাদের মাঝে জাগরণ তৈরি হয়।
সঙ্গীতের লিরিক :
জাগো কাশ্মীর তুমি জাগো
তাকবীরে গলা উঁচু করো
সামনে এগিয়ে যাও হয়তো শহীদ হও
নয়তো পতাকা নিয়ে ফেরো
বীরের জাতি তুমি মুসলিম
শোধো জিহাদে রক্তের ঋণ
কাঁদে মানবতা কাঁদে মাজলূম জনতা
কাঁদে ভূস্বর্গ জনপদ
মুক্তিকামী বীর নত করো না শির
হয়তো গাজী নয় শাহাদাৎ
মুক্তিযুদ্ধ করো কাশ্মীর আজাদ করো বীরের জাতি তুমি মুসলিম
আর কতো মার খাবে সয়ে যাবে নিপীড়ন এবার তো জেগে ওঠো কাশ্মীর
বিজয়টা তোমাদেরই হেরে যাবে দুশমন
যুদ্ধের ময়দানে লড়ো বীর
মুক্ত অস্ত্র ধরো শত্রু খতম করো
বীরের জাতি তুমি মুসলিম
আনোয়ার কাশ্মীরী নানুতবী দেহলবী
মুহাজেরে মক্কীর চেতনা
থাকে যদি অন্তরে জিহাদের ময়দানে
জালিম কসাই নিয়ে ভেবো না
দুর্গে হামলা করো পতাকা উঁচিয়ে ধরো
বীরের জাতি তুমি মুসলিম
ইউটিউবে সঙ্গীতটি দেখুন এই লিংকে
https://www.youtube.com/watch?v=2DWopwteGwE