
সাব্বির আহমেদ, ববি: স্বাধীন কাশ্মীরের দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা স্বাধীন কাশ্মীরের দাবি জানান। তারা বলেন, আমরা কাশ্মীরকে ভারতের অংশও নয়, পাকিস্তানের অংশ চাই না। আমরা চাই কাশ্মীরে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।
মানববন্ধনে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিমু মুজাহিদ বলেন, কাশ্মীরের সংকট শুধু কাশ্মীরের সংকটই নয়। এটা পুরো দক্ষিণ এশিয়ার সংকট। আজ কাশ্মীরের স্বাধীনতা অরক্ষিত হলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর স্বাধীনতা অরক্ষিত হবে। তাই আমরা চাই কাশ্মীরে ভারতীয় আগ্রাসন বন্ধ হোক।
লোক প্রশাসন বিভাগে শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, মোদি সরকারের নির্বাচনী ইস্তেহারের ভেতরে কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ও ৩৫ অনুচ্ছেদ বাতিল এবং জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) বাতিলের মাধ্যমে আসামের বাঙ্গালী মুসলিমদের বাদ দেবার কথা উল্লেখ করেছিল। এনআরসি বাতিল হলে এই ৪০ লাখ মুসলিম বাংলাদেশি হিসেবে বিবেচিত হবে। যা আমাদের জন্য হুমকি স্বরূপ। এসব বিবেচনায় আমরা কাশ্মীরের চেয়েও বেশি উদ্বিগ্ন। আমাদের ধর্মীয় সম্প্রতি রক্ষায় কাশ্মীরের সমাধান হওয়া দরকার।
সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আলীম সালেহী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন দুই শ্রেণীর মানুষ আছে। শাসক ও শোষিত। আমরা শোষিত নির্যাতিত মানুষের পক্ষে। কাশ্মীরে মানুষ আজ শোষিত। তাই আমরা আজ কাশ্মীরের স্বাধীনতার পক্ষে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, যে ধর্মনিরপেক্ষতা আর ফেডারেল গণতন্ত্র বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতি থাকা সত্যেও পুরো ভারতকে অখণ্ড ও ঐক্যবদ্ধ রেখেছিল সেই ভারত কাশ্মীর ইস্যুতে ইতিহাস ঐতিহ্য জলাঞ্জলি দিল। নরেন্দ্র মোদির রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য এই অভিসন্ধি পুরো ভারতকে হুমকির মুখে ঠেলে দিল। তিনি আরও বলেন, কাশ্মীরের অধিকাংশ লোক মুসলিম এবং তারা তাদের সংস্কৃতি অনুযায়ী পাঞ্জাবি টুপি পরে যুদ্ধ করবে স্বাভাবিক। ভারতের সাম্রাজ্যবাদী আক্রমণেরন পর আমরা যাতে কাশ্মীরীদের পোশাক ও ধর্ম দেখে তাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ না বলি।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী বাহাউদ্দীন আবির বলেন, কাশ্মীর বিষয় নিয়ে দেশে কোনমতে গুজব কিংবা উগ্রবাদ না ছড়িয়ে পড়ে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং সবার স্বাধীনতার অধিকার নিয়ে সচেতন হতে হবে। কাশ্মিরকে তার পূর্ণ অধিকার দিতে হবে। কাশ্মিরের জনগনই কাশ্মিরের ভাগ্য নির্ধারন করবে।অন্য কেউ জোর করে কোন সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনা
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আল আমিন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসাইন সহ আরো অনেকে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভোলা রাস্তার মোড়ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। এসময় তাঁরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
/এসএস