
মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম: চট্টগ্রামের দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ইসমাঈল আজিজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শ্বাসকষ্ট, হার্ট ও বার্ধক্যজনিত রোগ দেখা দিলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক সি,এস,সি,আর হাসপাতালে ভর্তি ছিলেন।
আজ (৮ আগষ্ট) বৃহস্পতিবার মধ্যরাতে (বুধবার দিবাগত রাত ২.৫০ ঘটিকা) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা বাকের আজিজের সুত্রে জানা যায় যে, মৃত্যুকালে তার ৬৩ বছর বয়স হয়েছে, তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্যা শাগরিদ, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আজ (৮ আগষ্ট) বৃহস্পতিবার আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় যোহরের নামাজের মাওলানা ক্বারী ইযাজুল হক আজিজের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান ‘মাকবারারে আজিজ’- এ তাকে সমাহিত করা হয়।
উল্লেখ্য যে, তিনি এশিয়াখ্যাত আন্তর্জাতিক ইসলামি বিদ্যাপিঠ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় প্রতিষ্ঠাতা পরিচালক,কুতবে যমান ওলীয়ে কামেল আল্লামা মুফতি আজিজুল হক রহ. এর ছোট ছাহেবজাদা ও জামিয়া পটিয়ার সিনিয়র শিক্ষক।
/এসএস