
ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ৮ পিস ইয়াবা ও ১০ হাজার টাকাসহ উম্মে হাবিবা ও আইরিন নামের দুই স্কুল ছাত্রীকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে উম্মে হাবিবা উপজেলার দলিল উদ্দিন খায়ের হাট এলাকার খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও চর খলিফা ৭নং ওয়ার্ডের মো. আলাউদ্দিনের মেয়ে। আইরিন দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই এলাকার আব্দুল হাই এর মেয়ে। বুধবার বিকেলে দৌলতখান বাজারের উত্তর মাথা থেকে এদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার এসআই মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দৌলতখান বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের উত্তর মাথা থেকে ৮ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার টাকাসহ দশম শ্রেণির দুই শিক্ষার্থী উম্মে হাবিবা ও আইরিনকে আটক করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, এরা দুই জন দীর্ঘ দিন ধরে স্কুল শিক্ষার আড়ালে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
/এসএস