
হার্ট অ্যাটাকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যু হয়। দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর ৩ ঘন্টা আগে কাশ্মীর নিয়ে করা টুইটে সুষমা লিখেছিলেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। এই দিনটা দেখার জন্যই বোধহয় আমি বেঁচে ছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।’ তাহলে কি মৃত্যু দেখতে পাচ্ছিলেন সুষমা? হঠাৎ তার মৃত্যুর খবর আর শেষ টুইট, সব মিলিয়ে এক অদ্ভুত গল্প যেন তৈরি হল।
এদিন ১৯ জন পাকিস্তানি কন্যাদেশে দেশে পাঠানোর সময় সুষমা স্বরাজ টুইটটার পোস্টে লেখেন বলেন, মেয়ে তো সবারই আছে, আর সবাই তার মেয়ের সুরক্ষার জন্য উদ্বিগ্ন। পাকিস্তানি মেয়েরা দেশে গিয়ে টুইটে সুষমা স্বরাজকে ধন্যবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, আপনার কন্যা হতে পেরে গর্বিত।
অসুস্থ হয়ে এইমস হাসপাতালে ভর্তি হওয়ার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাত ৯টা নাগাদ তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলে জানা যায়। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রাত ১১ টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই সুষমা স্বরাজ হৃদরোগে ভূগতেছিলেন। সুষমা স্বরাজ হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রথম মেয়াদর পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। অসুস্থতার কারণে দ্বিতীয় মেয়াদে তিনি মন্ত্রিত্ব নেননি। তার মৃত্যুতে ভারতের বিজেপি নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস