
প্রতিষ্ঠাবার্ষিকীর মাসে মহামারী ডেঙ্গু প্রতিরোধে ‘মাসব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি’ পালন করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯১ সালের ২৩শে আগষ্ট।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাসে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে সারাদেশে মহামারী ডেঙ্গু সচেতনতায় মাসব্যাপী ‘ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচী’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজ ৬ই আগস্ট মঙ্গলবার। কেন্দ্র ঘোষিত শাখা কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৭ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন নূর এর নেতৃত্বে নগর দায়িত্বশীলগণ।

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে ঢাকা মেডিক্যাল রোড, দোয়ের চত্বর, কার্যন হল এবং চাঁনখারপুল গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর প্রশিক্ষণ সম্পাদক এম জামিলুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক যোবায়ের ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক রায়হান ফারুক, আলিয়া মাদ্রাসা সম্পাদক কাওসার মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।

মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচীর মধ্যে রয়েছে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, অনলাইন প্রচারণা, নিজ বাড়ি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান। এছাড়াও ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সক্রিয় গ্রুপ।। উদ্বোধনী কর্মসূচি থেকে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ এর প্রত্যেক শাখার নেতা-কর্মী ও জনসাধারণকে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করার আহবান করা হয়।
/এসএস