
বিতর্কিতভাবে বিজেপি সরকারের সিদ্ধান্ত অনুসারে ভারতের সংবিধান থেকে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩০৭ ধারা বাতিল করে কাশ্মীরকে খাঁচায় বন্দি করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর প্রেসক্লাবে বিক্ষোভ ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৬ আগষ্ট) প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মুফতী ফয়জুল করীম বলেন, কাশ্মীর রক্ষায় বিশ্বের সকল মুসলমানদের একত্রিত হতে হবে। বিজেপিশাসিত ভারত সরকার তাদের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্তি ঘটিয়ে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামের পথ রুদ্ধ করে দিয়েছে।
[caption id="attachment_44685" align="aligncenter" width="560"]
কাশ্মীরের পক্ষে মিছিলে সর্বস্তরের মানুষের ঢল নামে[/caption]
মুফতী ফয়জুল করীম বলেন, কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার সংবিধানের থোরাই কেয়ার করে একচেটিয়াভাবে কাশ্মীরিদেরে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে ইহুদিবাদী ইসরাইলের প্রেসক্রিপসনে। স্বাধীনতাকামী মুক্তিকামী আজাদী কাশ্মীর প্রতিষ্ঠায় ইহুদিবাদী, হিন্দুত্ববাদী ও বর্বর মানবতাবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারকে নির্যাতিত কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভপাতি মাওলোনা ইমতিয়াজ আলম, অধ্যপক সৈয়দ বেলায়েদ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।
https://www.youtube.com/watch?v=rIarazDC0mU&feature=youtu.be&fbclid=IwAR2D5najCOWF3qUNvzZqe1cuYIYCCzGQ91CeLPL072ua0UNMqZmFS9eIDnM
/এসএস