পাবলিক ভয়েস : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফুলজোড় নদীতে আবারো ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে রয়েছে তিনটি গ্রামের প্রায় অর্ধশতাধিক পরিবার।
ইতোমধ্যে ১০/১২টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছে। শনিবার (৫ জানুয়ারি) সরেজমিনে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তিয়রহাটি, আমডাঙ্গা ও নূর নগর গ্রামের মানুষের সাথে কথা বলে জানাজায়।
শুষ্ক মৌসুমের শুরু থেকেই এ অঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে। গত ১৫ দিনে অন্তত ১০/১২টি বসতভিটা ও বেশ কয়েক বিঘা কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা দিন-দিন বাড়তে শুরু করেছে। শতাধিক পরিবার তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে এ অঞ্চলের দরিদ্র কৃষিজীবী মানুষগুলোর।
বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরল ইসলাম নান্নু বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।