গৃহবন্দি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা: পুলিশ সূত্রে খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করার গ্রেফতার করেছেন পুলিশ। ওমর আবদুল্লাহ এক টুইটে লিখেছিলেন, "আমাকে মাঝরাত থেকে গৃহবন্দি করা হয়েছে। অন্যান্য নেতাদের জন্যও এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।ওমর আব্দুল্লাহসহ আর কয়েকজন নেতাকর্মীকে গৃহবন্দি করা হয।

বাড়ল সেনার সংখ্যা: গত সপ্তাহে দু'দফায় মোট ৩৫ হাজার অতিরিক্ত আধাসেনা মোতায়েন করা হয় জম্মু-কাশ্মীরে। পরেই আরও ৮০০০ সেনা মোতায়েন করা হল। দেশের বিভিন্ন স্থানে পোস্টিং হওয়া আধাসেনা উড়িয়ে নিয়ে আসা হচ্ছে জম্মু-কাশ্মীরে। বায়ুসেনার সি-১৭ বিমানে সেনা আনা হচ্ছে। অবশ্য আরও ৭০ হাজার সেনা মোতায়েনের করবে বলে জানিয়েছে ভারত।

৩৭০ অনুচ্ছেদ বাতিল: আজ ৩৭০ ধারা বাতিল করেছে মোদি সরকার। এই ধারায় বাড়তি যে সুবিধা এত দিন পেয়ে আসছিল, তা থেকেও বঞ্চিত হল কাশ্মীরের মানুষ।

বন্ধ ইন্টারনেট: উপত্যকায় ১৪৪ ধারা জারির সঙ্গে সঙ্গেই নিয়মানুসারে বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট সংযোগ।

জারি ১৪৪ ধারা: রবিবার মাঝরাত থেকেই উপত্যকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্বকে কার্যত গৃহবন্দী করা হয়েছে। কোনও রকম মিছিল, মিটিংয়ের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

ফিরছেন পর্যটক ও ভিন রাজ্যের শিক্ষার্থীরা: সতর্কতা জারি হওয়ার পরেই অমরনাথ যাত্রা বাতিল করে দেয় প্রশাসন। রবিবার বাড়ি ফিরতে শুরু করেন এনআইটি-এর পড়ুয়ারাও। শ্রীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরে আসছেন ভিনরাজ্যের পড়ুয়ারা।

বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান: নিরাপত্তার কারণে জম্মু জেলার প্রশাসনের তরফে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। রবিবার রাতে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান বলেন,"নিরাপত্তাগত কারণে সোমবার সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সোমবার পঠন পাঠন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হল।

ইমরান খানের হুঁশিয়ারি: দিল্লি এক তরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে। কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান কোনওভাবে মেনে নেবে না। ইমরান খান বলেন, সব রকমভাবে ভারতের এই পদক্ষেপের মোকাবিলা করবে পাকিস্তান। এ বক্তব্যে ইমরান খান বলেন, যতোদিন বেঁচে আছি কাশ্মীরের পাশে থাকবো।

শাহ মাহমুদ কুরেশির হুমকি: পাকিস্তানের ইচ্ছা ছিল কাশ্মীর সমস্যার সমাধান হোক। কিন্তু ভারতের তেমন কোনও ইচ্ছা নেই। নরেন্দ্র মোদী বিপজ্জনক খেলা খেলছেন। ওনার উদ্দেশ্য ভয়ঙ্কর।” এই প্রসঙ্গে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ভারতে কাশ্মীর ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়া হয়েছে, এটা অন্যায়। এই সিদ্ধান্ত কাশ্মীরের মানুষের ইচ্ছার বিরুদ্ধে।

আতঙ্ক এবং ক্ষোভ: কাশ্মীরের জনগণের ভেতর আতঙ্ক ছড়িয়েছে বেশ আগেই। বর্তমান পরিস্থিতে সেই আতঙ্ক উদ্বেগ আর বেড়েছে। ভয়ে আছে সাধারণ জন মানুষজন। সঙ্গে সঙ্গে মোদি সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভেও ফেটে পড়েছেন কাশ্মীদের স্বাধীনতাকামী মানুষের। দিল্লিতি বিজেপির বিরোধী দলগুলোসহ মুসলিম ৭ আগস্ট গণমিছিলের ডাক দিয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস