
মুজাহিদ হোসেন, রাবি প্রতিনিধি: চাঁদার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নিজ রুমে ডেকে মারপিটের অভিযোগ উঠেছে এক শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম তারেক আহমেদ খান শান্ত। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক।
রাবির মতিহার হলের এক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদাদাবি করে নিজ কক্ষে ডেকে নিয়ে চোখ বেঁধে শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করে একটি মোবাইল ফোন, সোনার চেইন হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
শনিবার (৩আগস্ট) দুপুরে হলের প্রথম ব্লকের হলের ২২৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আনাস আহমেদ। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মতিহার হলের প্রথব ব্লকের ২১২ নাম্বার রুমে থাকেন। এ ঘটনার পর নিজের জীবনের শঙ্কার কথা উল্লের্য করে তিনি মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী জানান, ‘কিছুদিন যাবত তিনি (শান্ত) আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে আসছেন। কিন্তু আমি টাকা দিতে রাজি না হওয়ায় গতকাল দুপুরে আমাকে ২২৩ নম্বর কক্ষে ডেকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে খারাপ ভাষায় গালাগালি এবং হুমকি দিতে থাকে একপর্যায়ে আমার চোখ বেঁধে কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। একপর্যায়ে আমার গলার চেইন এবং কাছে থাকা মোবাইল ফোন নিয়ে চলে যায়। আমি ব্যাথায় চিৎকার করতে থাকলে পাশের রুম থেকে কয়েকজন এসে আমাকে চোখ খুলে দেয়। তারপর আমি আমার বিভাগের বড় ভাইয়ের সহায়তায় মেডিকেলে আসি’।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যপক লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি আমি একটি মাধ্যমে শুনেছি কিন্তু ভুক্তভোগী আমাকে কিছুই জানায়নি। আর বিষয়টি শোনার পর আমি হল প্রাধ্যক্ষকে ফোন করে জানিয়েছি। সুষ্টু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্যও বলেছি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ বলেন, ‘আমাকে কোনো পক্ষেই বিষয়টি অবহিত করেনি। আমি প্রক্টরের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি। কালকে (সোমবার) হলে গিয়ে বিষয়টি শুনে সত্যতা যাচাই করে একটা ব্যবস্থা নিব’।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘মতিহার হল ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সাথে আমাদের কর্মী আনাস তাদের বড় ভাইদের সাথে একটা বিষয় নিয়ে বেয়াদবি করার কারনে একটু বকাঝকা করছে আর কি। তাছাড়া এটা কোনো বিষয় না। তবে ফোন, চেইন নেয়া বা চাঁদাদাবির বিষয়টি আমি জানি না’।
/এসএস