
কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ডেঙ্গু রোগী সনাক্ত ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালের অর্থপেডিস পুরুষ ওয়ার্ডটি ডেঙ্গু কর্নার হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও মেয়র মহিউদ্দিন আহমেদ।
এ পর্যন্ত ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করে। ১৯জন রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে কর্তৃপক্ষ জানান। এ সময় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও মেয়র মহিউদ্দিন আহমেদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পর্যবেক্ষণ করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোজাহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক ডা. সাইদুজ্জামান, ডা. আতিকুল ইসলাম। পরে ডেঙ্গু কর্ণারে ডেঙ্গু রোগ নির্নয় ও চিকিৎসা সেবা প্রদানের জন্য ৪০টি কিট্সসহ বিভিন্ন উপকরন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ও মেয়র মহিউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক ডা. সাইদুজ্জামানের হাতে তুলে দেন। এ ডেঙ্গু কর্ণারে ২৬টি বেড স্থাপন করা হয়েছে।
আইএ/পাবলিক ভয়েস