
নোয়াখালীর সুবর্ণচর ফের এক নারী(২৩) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৪ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে চর মোজাম গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলো, মোহাম্মদপুর ইউনিয়নের চর মোজম গ্রামের নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদা (৩৮)।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা ওই নারী জানান, গভীর রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তার ঘরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আজ রোববার সকালে তার স্বজনরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সকালে ভর্তির পর তার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে গণধর্ষণের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস