
‘বর্ণবিদ্বেষ অথবা জাতিগত বিদ্বেষ’ থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিং মলে হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এল পাসোর পুলিশ প্রধান গ্রেগ অ্যালেন। স্পষ্ট করে কিছু না বললেও তার ইঙ্গিত ছিল ‘হেইট ক্রাইম’ এর দিকে। তিনি বলেছেন, যথাযথ তদন্তের পরই এই ঘটনার কারণ জানা যাবে।
রয়টার্স জানিয়েছে, শনিবার আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোর ওয়ালমার্ট স্টোরে এ দুঘর্টনা ঘটে। শহরটি মেক্সিকো সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে। এ হামলায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।
এল পাসোর স্থানীয় টেলিভিশন কেটিএসএম এর বরাতে জানা গেছে, হামলার আগে ওই যুবককে একটি অ্যাসল্ট রাইফেল হাতে ওয়ালমার্টের শপিং মলে ঢুকতে দেখা গেছে। এ সময় ওই যুবক খাকি রঙের প্যান্ট, গাঢ় রঙের টি-শার্ট ও চোখে চশমা পরা অবস্থায় ছিলো।
আইএ/পাবলিক ভয়েস