প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ আগস্ট দেশে ফিরবেন বলে জানিয়েছেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ শনিবার (৩ আগস্ট) ঢাকায় বারডেম হাসপাতালে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ তথ্য দেন।
আ.লীগ নেতা হানিফ বলেন, চলতি মাসের ৫ তারিখে চিকিৎসকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অ্যাপয়েনমেন্ট রয়েছে। এরপর তিনি ৭ আগস্ট দেশের উদ্দেশে রওনা দেবেন। আশা করছি ৮ তারিখ দেশে পৌঁছবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে ও অন্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান। ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাঁম চোখে অস্ত্রোপচার করা হয়।
জিআরএস/পাবলিক ভয়েস