
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করবেন দেশের ৫৯ জন বিশিষ্ট আলেম। হজযাত্রীদের ধর্মীয় ও নানা পরামর্শ দিতে এই ৫৯ আলেম সরকারি বিশেষ ব্যবস্থাপনায় হজ্বে যাচ্ছেন। হজ্বে গমন উপলক্ষ্যে আজ (শনিবার, ৩ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা বিদায় গ্রহণ করবেন।
বিষয়টি নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়ের একাধিক সূত্র।
এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের জৈষ্ঠ্য তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, সরকারি ব্যবস্থাপনায় আলেমদের যে দলটিকে হজে যাচ্ছে, সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে আলেমদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করবেন রাষ্ট্রপতি।
জানা যায়, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ৫৯ আলেম শনিবার বিকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিলো।
এদিকে সৌদিতে বাংলাদেশি হজযাত্রীদের হজ পালন বিষয়ে ধর্মীয় পরামর্শ দেওয়ার জন্য গঠিত ওলামা-মাশায়েখদের দলে আরও ৪ আলেমকে যুক্ত করা হয়েছে। সে হিসেবেই ওই দলের সদস্য সংখ্যা পূর্ব ঘোষিত ৫৫ থেকে ৫৯ হয়েছে। এর আগে ৯ জুলাই ৫৫ জন আলেমের একটি দল গঠন করে ধর্ম মন্ত্রণালয়।
তালিকায় যোগ হওয়া নতুন চারজন হলেন- হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর ছেলে হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ (মুহাদ্দিস, মাদ্রাসাতুল আবরার, মাতুয়াইল, ঢাকা), বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দসের ছেলে মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল হাসান যোবায়ের (শিক্ষক, ফরিদাবাদ মাদ্রাসা, ঢাকা), মাওলানা সাজিদুর রহমান (মুহতামিম, দারুল আরকাম মাদ্রাসা, বি.বাড়িয়া) ও মাওলানা মোহাম্মদ মোস্তফা সূফী (মুহতামিম, বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা,কোম্পানীগঞ্জ, নোয়াখালী)।
তন্মধ্যে মাওলানা আশরাফ আলী ও মাওলানা আবদুল কুদ্দুস ওলামা-মাশায়েখদের দলে আগেই ছিলেন। নতুন করে তালিকায় তাদের সঙ্গে সন্তানরাও যোগ হলেন। রাষ্ট্রীয় খরচে আলাদাভাবে ওলামা মাশায়েখদের এ বছরই প্রথম হজ্বে পাঠানো হচ্ছে। এর আগে বাংলাদেশে আলেমদের কখনো সরকারি খরচে হজ্বে পাঠানো হয়নি।
ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ৪ ও ৫ আগস্ট ফ্লাইট পাওয়া সাপেক্ষে ওলামা মাশায়েখদের দলটি সৌদি আরব যাবেন। ২৩ আগস্ট তারা দেশে ফিরে আসবেন।
ধর্ম মন্ত্রণালয়ের ৫৯ সদস্যবিশিষ্ট ওলামা মাশায়েখ টিমে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীসহ একাধিক হেফাজত নেতা রয়েছেন। এ ছাড়া তালিকায় থাকা কয়েক আলেমের সঙ্গে তাদের ছেলেরাও সৌদি আরব যাবেন।
শোলাকিয়া ঈদগাহের ইমাম ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে তার ছেলে মাওলানা সদরুদ্দীন মাকনুন, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীনের সঙ্গে ছেলে মাওলানা ওসামা আমিন, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল হালিম বোখারির সঙ্গে তার ছেলে মাওলানা রেজাউল করিমও রয়েছেন এ তালিকায়। তালিকায় রয়েছে প্রয়াত মুফতি আমিনীর জামাতা মুফতি সাইফুল ইসলাম ও যাত্রাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের মেয়ের জামাই মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদীর নামও।
এছাড়াও উল্লেখ্যযোগ্য আলেমদের মধ্যে আরো রয়েছেন, ঢালকানগর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্ তৈয়ব, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর মুহতামিম মাওলানা মিজানুর রহমান সাঈদ, চরমোনাই আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল-মাদানী, শর্ষিনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শওকত আলী, মিরপুর ঢাকা আকবর কমপ্লেক্স এর প্রিন্সিপাল মুফতী দেলোয়ার হোসাইন, রামপুরা বনশ্রী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াহইয়া মাহমুদ, আফতাব নগর মাদ্রাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি মুফতি মোহাম্মদ ইয়াহিয়া, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ওসমান গনি, জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার প্রিন্সিপাল সালাউদ্দিন নানুপুরী প্রমুখ।
সংশ্লিষ্ট খবর:
সরকারী ব্যাবস্থাপনায় হজ্বে যাচ্ছেন দেশের ৫৫ আলেম
/এসএস