
লন্ডন থেকে আওয়ামী লীগের অহী আসে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আগে বিএনপির অহী আসতো লন্ডন থেকে, এখন আওয়ামী লীগের অহী আসে লন্ডন থেকে। ডেঙ্গু নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি।
গত বুধবার (৩১ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের এক টকশো অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী অনেক নির্দেশনা দেন, কাজ করেন কিন্তু তার নির্দেশনা কাজে লাগছে না। এটা শুনতে খারাপ শোনা যাবে।শেখ হাসিনা চার বছর ধরে চেয়েছেন গ্রামগঞ্জে ডাক্তার পাঠাতে, বলেও দিয়েছেন কিন্তু যায়নি। অন্যরা কথা শুনে না।
ডেঙ্গু রোগ যেভাবে দ্রুত বাড়ছে এটা খুবই খারাপ কিন্তু এর একটা ভালো দিক আছে, তা হলো আমাদের দেশের দুটো রাজনৈতিক দলকে কাছাকাছি নিয়ে আসছে। মশা কিভাবে মারবো, কিভাবে কথা বলব, তার নির্দেশনা আসছে লন্ডন থেকে।আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা পাঠাচ্ছেন। এটার সমস্যা হচ্ছে এক ব্যক্তির ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে নেই। স্বাস্থ্য মন্ত্রী মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করে দিয়ে তার পরিবার নিয়ে মালয়েশিয়ায় পারিবারিক কাজে চলে গেছেন কিন্তু প্রধানমন্ত্রী কয় যায়গায় পাহারা দিবেন।’ গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মন্ত্রণালয়ের সকলের ছুটি বাতিল করতে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ নিয়েছেন কিনা সেটা বড় কথা নয়। স্বাস্থ্যমন্ত্রণালয় নিয়ম করে দিয়েছেন সকলের ছুটি বাতিল। স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় কাজ থাকলেও এসময় তার বিদেশে না যাওয়াটাই ছিল বুদ্ধিমানের কাজ।
আই.এ/পাবলিক ভয়েস