
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল নারকেলডাঙ্গার কলকাতা জুট মিলের একাংশ। কী ভাবে ওই জুট মিলে আগুন লাগল তা নিয়ে বুঝে উঠতে পারেনি দমকল কর্মীরা। শনিবার ভোর তিনটে নাগাদ আগুন লাগে ওই মিলটিতে। খবর পেয়েই নারকেলডাঙ্গা মেইন রোড হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে মিলের একাংশ ও বহু চটের বস্তার প্যাকেট। নতুন করে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্য সকাল পর্যন্ত মিলে পড়ে থাকা চটের বস্তায় জল ঢালেন দমকল কর্মীরা।এই অগ্নিকাণ্ডে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন মিলের কর্মীরা।
মিলের কর্মীদের একাংশের বক্তব্য, রাত দুটো নাগাদ কাজ শেষ করে তারা চা খেতে যান। তিনটে নাগাদ ফিরে এসে দেখেন আগুন লেগেছে মিলে। তবে এর আগে থেকেই একট কটূ গন্ধ তাদের নাকে আসছিল।
আই.এ/পাবলিক ভয়েস