
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। একটি হাসপাতালের ২৪ ঘন্টার মধ্যে ১,৩০০ জনেরও বেশি লোক ডেঙ্গ আক্রান্ত সনাক্ত হয়েছে। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ ডেঙ্গু প্রাদুর্ভাব বলে ধারণা করা হচ্ছে। একজন প্রবীণ স্বাস্থ্য আধিকারকর্মী বিষয়টি নিয়ে সতর্ক করেছেন।
এ বছর ডেঙ্গু রোগে কমপক্ষে ৪১ জন মারা গিয়েছেন। এই ভাইরাসটি বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় ছড়িয়েছে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড শুরুর পর থেকে ডেঙ্গুর সবচেয়ে খারাপ সংক্রমণ ঘটেছে।

ডেঙ্গু মারাত্মক ধরণের রোগ। এটি হলে, মাথা ব্যথা এবং শরীরের জোড়াগুলোতে ব্যথা সৃষ্টি হয। পেট ব্যথা হয়,গায়ে র্যাশ ওঠা, বমি বা বমিভাব হওয়া ইত্যাদি ডেঙ্গু জ্বরের লক্ষণ।
জুন থেকে অক্টোবর অর্থাৎ বর্ষার মাসগুলিতে এই রোগটি মারাত্মক আকার ধারণ করে। কারণ তখন বিভিন্ন ডোরায় বা এখানে সেখানে ময়লা পানি জমে থাকে। আর এগুলো থেকে জন্ম নেয় মশা।

অন্যান্য বছরও বাংলাদেশে ডেঙ্গু রোগ দেখা দেয় তবে বছরের প্রকোপ নজিরবিহীন। গত বছর এমন সময় ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১০,০০০। সেই তুলনায় চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত ১৫,০০০ এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের জেনারেল ডিরেক্টর জেনারেল আয়েশা আক্তার বলেছেন, ২০০০ থেকে আমরা ডেঙ্গুর রেকর্ড রাখতে শুরু করেছি। সেই রেকর্ড অনুযায়ী এটি বাংলাদেশের সবচেয়ে খারাপ ডেঙ্গুপরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন তিনি।

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। কারণ, জুনে ডেঙ্গু রোগীর সখ্যা ছিল ১,৮২০ সেখানে জুলাইতে এটি বেড়ে ১৩. ১৮২তে দাঁড়িয়েছে। শুধু মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ১.৩৩৩ জন নতুন রোগীর শনাক্ত করা হয়েছে।
রাজধানীর ডেঙ্গু রোগীরা জানিয়েছে, ঢামেক এবং শিশু হাসপাতালসহ বড় বড় হাসপাতালগুলো আর কোনও রোগী ভর্তি করতে পারে না। এ কারণে অনেকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে পড়ে আছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেহেতু একটি বদ্বীপ, তাই আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই। এ যুদ্ধ থেকে বাঁচার জন্য বাংলাদেশে আরও ব্যাপক হারে বৃক্ষরোপণ করা প্রয়োজন। তিনি বলেন, আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে; সেটা হলো-ডেঙ্গু প্রভাব। ডেঙ্গু প্রভাবমুক্ত করার জন্য আমি কতগুলো নির্দেশনা দিয়েছি। আমি মনে করি- আমাদের পার্টির প্রতিটি মানুষ নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস