প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০১৯, ১:২৮ অপরাহ্ণ
পর্দা উঠল বাংদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)

ক্রীড়া প্রতিবেদক: ষষ্ঠ আসরের টস জিতে ফিল্ডিংয়ে চিটাগাং বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা খেলছেন এবারের আসরে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগাং। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরকে নিয়ে আশাবাদী মাশরাফি।
গতকাল অনুশীলনের পর একাডেমি মাঠে রাইডার্স ক্যাপ্টেন বলেন, ‘এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। বোলিং সাইডটা একটু ঠিক রাখতে হবে। এখনো সব প্লেয়ার আসেনি। গতবার চ্যাম্পিয়ন হয়েছি এটার একটা এক্সপেক্টেশন তো আছে কিন্তু আগেরবার থেকে দল আরও ভালো আমার কাছে মনে হয়।
অন্যদিকে, এই ম্যাচটি যে বেশ কঠিন হতে যাচ্ছে তা অনুধাবন করেই শুরুটা ভালো করার দিকেই সব মনোযোগ রাখছেন চিটাগাং ভাইকিংসের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক।
আ/সি
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.