
ইয়েমেনের বিদ্রোহী হাউথি আন্দোলনের সামরিক কুচকাওয়াজে হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন। আজ বৃহস্পতিবার ইয়েমেনের বন্দর নগরী এডেনে আত্মঘাতী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
বিদ্রোহীরা দাবি করছে, শহরটির ঠিক উত্তরে হুথি-অধিষ্ঠিত অঞ্চলটিতে নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সরকার বাহিনী
এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা'আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এর আগে আজ বৃহস্পতিবার ইয়েমেনের আদেনের একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনাটি সামরিক শিবিরে হামলার সাথে যুক্ত ছিল কিনা তা এখনও জানা যায়নি।
আইএ/পাবলিক ভয়েস