
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনুমতি নিয়েই বিদেশ গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বিদেশ ভ্রমণে গেলেও মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ থাকেনি। আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনা সভায় এ কথা বলেন সেতুমন্ত্রী।
দেশে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সিচ্যুয়েশন এলার্মিং, বাট বিয়ন্ড অন গো- আমাদের কন্ট্রোলের বাইরে নয়।’
আগস্ট মাসে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে জঙ্গিবাদী তৎপরতার আশঙ্কা আছে। আগস্ট মাস এলেই এই শক্তিটি হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে।’ তাই শোকের মাসজুড়ে যাবতীয় কর্মসূচি সতর্কতার সঙ্গে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শেক্সপিয়ারের ট্র্যাজেডিক নাটক জুলিয়াস সিজারে সম্রাটের মর্মান্তিক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেক্সপিয়ার আজ বেঁচে থাকলে সিজার নয় বরং পঁচাত্তরের হত্যাকাণ্ডকে ইতিহাসের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড বলতেন।’
আগস্টের ১৫ তারিখ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ভুয়া জন্মদিন পালন বন্ধ না করলে বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা কঠিন।
বিএনপির উদ্দেশ্যে এই আ.লীগ নেতা আরও বলেন, ‘অন্যদের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপির টপ-টু-বটম পদত্যাগ করা উচিত।’
জিআরএস/পাবলিক ভয়েস