জর্ডান নদীর দখলকৃত পশ্চিম তীরে ৭০০ ফিলিস্তিনি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। পাশাপাশি অঞ্চলটিতে ৬,০০০ ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রীসভা।
ইসরাইলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সৌদি আরবের আন্তর্জাতিক গণমাধ্যম আল-আরাবিয়াকে নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং সিনিয়র উপদেষ্টা জারেড কুশনারের সফরের আগে এই পদক্ষেপ নেওয়া হল।
ইসরাইলের দ্বারা পশ্চিম জর্ডানের অঞ্চল সিতে অনুমোদিত বাড়িগুলো নির্মিত হয়েছিল কিন্তু তাদের অনুমোদন দেওয়া হবে কিনা বিষয়টি ভাল করে জানা যায়নি।
দখলকৃত পশ্চিম তীর সম্পূর্ণ ইসরাইলের নিয়ন্ত্রণাধীন। এর বেশিরভাগ ইহুদি বসতি। পশ্চিম জর্ডানের ৬০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে ইসরাইল। অঞ্চলটিতে ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয় না বললেই চলে। ফিলিস্তিনিরা পশ্চিম পশ্চিম জর্ডানকে তাদের ভবিষ্যতের রাজ্যে অন্তর্ভুক্ত করতে চায়।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরার্ড কুশনারকে বলেন, ফিলিস্তিনিদের ঘর নির্মাণর অনুমতি না দিয়ে তিনি দীর্ঘ প্রস্তাবিত শান্তি পরিকল্পনার পদক্ষেপ নিচ্ছেন। কুশনার চলতি সপ্তাহে ইসরাইলে সফরে করবেন। এ সফরের বিস্তারিত কিছু জানানো হয়নি।
আল-আরাবিয়া থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/পাবলিক ভয়েস